দিন যায় দিন আসে
একে একে বদলায় প্রকৃতির রং
রূপ-রস-ঘ্রাণ মতিগতি
কখনো প্রসন্ন কখনো বিষন্ন
সবুজ থেকে ধূসর-বিবর্ণ।


মানুষ বাঁচে আয়ু কমে
ধীরে ধীরে ক্ষয়ে যায়
দেহের অন্তরঙ্গ-বহিরঙ্গ
সকল কারুকাজ
মাথায় টাক
কপালে কুচকানো ভাঁজ
সাদা নরম ফুরফুরে মন
ধাপে ধাপে গিরগিটির মতোন।