তুমি কেঁদো না,
তোমার চোখের জল ও যেন পাথর বৃষ্টি
তুমি কেঁদো না,তুমি কাঁদলে
আমার বুকে বয়ে যায় কষ্টের নদী।
আমি ব্যর্থ প্রিয়তমা,
ক্ষণিকের তরে তোমার মুখে এনে দিতে পারিনি
এক মুঠো তৃপ্তির হাসি।


তুমি তো জানো দ্রব্যমূল্যের উবর্ধগতি
বাজারে আগুন-
গ্রামে-গঞ্জে সর্বত্র মিথ্যার বেসাতি
তেলবাজের কারসাজি
অফিসে গেলে চাই পুরু খাম
মঞ্চে এলে দিতে হয় ফুলের তোড়া
কী করে সাজাই বলো,ভালোবাসার স্বপ্নিল ডালা।


তবে জেনে রেখো,
ওদের সময় ফুরিয়ে এসেছে
নতুন দিনের আগমন
আমার কলমের ডগায় শব্দের অজস্র
মিসাইল-ড্রোন
দিনের আলোয় দেখবে ওরা
কালো ধোঁয়ার অন্ধকার
তুমি দেখবে অগ্নিকুণ্ডে যেন
কতক পতঙ্গ পতন।
তুমি কেঁদো না,তুমি কাঁদলে
আমার বুকে বয়ে যায় কষ্টের নদী।