নিঃশঙ্ক হয়ে আজ, জীবনের একটি অধ্যায়ের
সূচনা করতে চলেছি , প্রত্যাশার বাজি ধরে।
রেসকোর্সে সেদিন নিরেট,উত্তপ্ত স্লোগানের কল্লোলে,
আবদ্ধ করেছিলে আমায়, সপেছিলে স্কন্ধে মুক্তি শপথ;
সেই থেকে সন্ধিগ্ধ রানারের ন্যায় যাত্রা শুরু।
বন্ধুর পথে চকিতে ,অপার্থিব দুরাশার দূত
লোলুপ আলিঙ্গনে উদগ্র মৃত্যু আমোদে ,
কেড়ে নিল একরাশ সন্ত্রস্ত প্রাণ।
পাংশু তিমির ঘোলাটে জেল্লায় উৎফুল্ল রাক্ষসের,
অভিরাম সৎকারে, আমার অবিরাম সংগ্রামের সতীর্থরা-
" যাহার যা কিছু আছে,তাই নিয়ে রুখে দাড়াও,
সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ করো।"
অতঃপর মৃত্যুর রক্তিম স্রোতে জন্ম নিল,
একটি রক্তাত দেশ, মাতৃভূমি বাংলাদেশ।