সন্তানের সাথে মায়ের সম্পর্ক নিছক তুলনাহীন মমতার,
যেখানে সব অপূর্ণতা একাকার হয়ে জন্ম নেয় পূর্ণতায়।
এক স্বার্থলিপ্সু শীতল আশ্চর্য  গ্রহে তার আবাস।
পরম বন্ধু-খেলার সাথী, রাধুনী ও বদ্যি; কল্পনাতীত তার কার্যবিধী!
শৈশবে বর্ণমালার হাতেখড়ি তোমার ভাষাতে,
বিশিষ্ট বিদ্বজন বিশেষ , তব অঙ্কুর প্রোথিত  ঐ শৈশব দীক্ষাতে।
আমৃত্যু দায়বদ্ধতা যেখানে অনুপস্থিত প্রতিদানের সওদা;
বিরামহীন ,দ্বিধাহীন শ্রম এবং  নিরন্তন আত্ম  বিসর্জন ।
নিঃশেষে বার্ধক্যের প্রান্তসীমায় অপাংক্তেয় তুমি,
যেন  উপহাসের মোড়কে ঘেরা চর্মসার আদিম  পুঁটলি;
হায়  অবহেলিত আসামী,  এখনও চিত্ত তোমার  জননীর !
শত কুর্নিশ তোমাকে মানবতা; বৃদ্ধাশ্রমে নির্বাসিত ''বুড়ি''মা।