এই শহরে প্রচুর অভাব
কারো ভাতের,  কারো ভালোবাসার !  
কারো বন্ধুর,  কারো বিশ্বস্ততার,
কারো সময়ের, কারো শৃঙ্খলার,
দৃষ্টির অভাব  ,  মতের অভাব ,
প্রাচুর্যের অভাব , প্রাণের অভাব ;
প্লবগ অমিতোদর  এই শহরে আমি ছাড়া সবাই অসুখী ।


উদ্দাম মরাল গ্রীবার নিটোল নির্বন্ধ আলিঙ্গন,
তাঁর অলীক অঙ্গীকারের উচ্ছ্বল আবেদন;
এই শহরে আমার প্রতিক্ষণের একমাত্র পরিত্রাতা।