আমি নই কোচিংয়ের গর্বিত সন্তান,
আমি সেই আগুন, যা নিভে না কখনো,
রাত পোহাতে পোহাতে গড়া প্রতিজ্ঞা,
বুকের ভেতর অটুট এক জন্তু আলো।
প্রতিটি প্রশ্নের কাছে মাথা নত করিনি,
ভুলের অন্ধকারে পথ খুঁজেছি বারবার,
ফেলেছি, উঠেছি, লড়েছি নিরন্তর,
জয় আমার অঙ্গীকারের অজস্র উপহার।
চাকরির বাইরে, আমি জীবনের যুদ্ধ,
আমি সেই সনদ, যাকে থামায় না বাধা,
আমি বিসিএস নয়, আমি অদম্য ঝড়,
বাঁধা কাটিয়ে যাই জয়পথে ছুটি যা।
অদম্য আমি, অদম্য বিসিএসের স্বপ্ন,
বুক জ্বলে, মন জয় করে, গড়ে সোনালী ক্ষণ।