আইনবিজ্ঞানের মতবাদ পড়ে, আমার কোনো কাজ হয় নি!
অ্যাডমিনিস্ট্রেশন অব জাস্টিস; না, তাও না;
ডুবে গেছি বার্কসায়ারের মতন একটু একটু করে...
কারণ আমার ভেতরেও কোনো আলো ছিল না, শুধুই অন্ধকার!
পিওর থিউরি বুঝে কী লাভ এখন; কেলসনের পিওর থিউরি!
নারী নির্যাতনই দেখলে শুধু; পুরুষ নির্যাতন দেখলে না!


সাধারণ আইনই বুঝি না; বিশেষ আইনের বায়না!
তারচেয়ে টাইটানিক হলেই বোধহয় ভালো হতো, বড্ড ভালো।
দ্রæতবিচার দিয়ে কি ভাজা খাবো; মানব পাচারের এই দেশে!
কিসের এত ইনভেস্টিগেইশন; কিসের ইনকোয়ারি?
কিসের এত চার্জ গঠন আর কিসের সমন জারি?
আগাম জামিন নিয়ে বসে আছি,পারলে এসে ঠেকা;
বড়ই সাংঘর্ষিক কথা শোনালে, কবি; বড়ই সাংঘর্ষিক!


কনস্টিটিউশনাল ডকট্রিনগুলো আজ মস্তিষ্কের খাতায়,
ভেবেছিলাম থিউরি অব এভরিথিং; ইয়েস স্ট্রিং থিউরি।
রোমান সাম্রাজ্য থেকেই আমি আইন কুড়াই; উদ্ভট আইন!
ওরে বাবা! এখন নাকি সেটা-অ্যাজ ইট ইজ!
কখনো দৌঁড় দেই প্রিভি কাউন্সিলে বোবা সাক্ষী হয়ে,
আবার কখনো ফিরে আসি এআইআর,বিএলডি -
আর আমারি দেশের ডিএলআরের খোঁজে;
আরে বাবা -আমি কি বলেছি এখানেই শেষ!
কিসের এত স্টেয়ার ডিসাইসিস, কিসের  অবিটার ডিকটা?
রেশিও ডিসাইডেন্ডির কোনো বেল আছে আর!
কিসের এত কম্প্লেইন্ট-প্লিডিংস; কিসের ন্যায়বিচার?
বড়ই সাংঘর্ষিক কথা শোনালে, কবি; বড়ই সাংঘর্ষিক!
হিমারিয়া নীতি ভেবে, অনুমান করতে পারি নি মেনস্ রিয়া!
আইনগত ভুল না কি ঘটনাগত;কোন জুরিসডিকশন বুঝি সেটা?
না কি রেস সাবজুডিসের ভিড়ে রেস জুডিকাটা,
যেটাই হোক না কেনো,বার্ডেন অব প্রুফতো আমারি!
বুঝিতো চূড়ান্ত কিংবা পরার্থ দায়; ডিজিটাল নিরাপত্তার তীরে এসে!
বাজী চুক্তি আজ বৈধ করে দিলাম; অ্যালুভিওন-ডিলুভিওনের মতন।
কিসের এত মিতাক্ষরা; কিসের দায়াভাগা?
কর্পোরাল-ইনকর্পোরাল বলে লাভ নাই আর।
কিসের এত লিটারাল-গোল্ডেন ;কিসের ইন্টারপ্রিটেইশন?
বড়ই সাংঘর্ষিক কথা শোনালে, কবি;বড়ই সাংঘর্ষিক!


আইনের আবার অতিরাষ্ট্রিক প্রয়োগ; কত দামী কথা!
বৈপিত্রেয় না কি বৈমাত্রেয় সেটা জানার কোন দরকার নাই আর,
স্বাধীন সম্মতি আজ থেকে নির্বাসিত, অগ্রক্রয় আর চলবে না!
চিরস্থায়ী নিষেধাজ্ঞা আজ থেকে বন্ধ; কিসের আবার ম্যান্ডাটরি?
কপিরাইট কিংবা ট্রেডমার্ক করে লাভ নেই আর!
নাবালকের চুক্তি আজ থেকে বৈধ করে দিলাম;
কিসের ভয়েড অ্যাব ইনিশিও!
মোহরী বিবি বনাম ধর্মদাস টেনে এনে কোন লাভ হবে না আর।
কিসের এত  থিউরি অব পানিশমেন্ট; কিসের বেইসিক স্ট্রাকচার?
জুডিসিয়াল অ্যাক্টিভিজমের কোনো দরকার নাই আর।
কিসের এত রুল অব ল’, কিসের জুডিসিয়াল রিভিউ?
বড়ই সাংঘর্ষিক কথা শোনালে, কবি;বড়ই সাংঘর্ষিক!


আউল-রদ নীতিতো বোঝেই না; আবার প্যাক্টা সান্ট সারভেন্ডা!
পারসোনা নন গ্রাটা বললেই আর রেস জেস্টি হয়ে
যায় না!
ডোমিসাইলতো বহু দূরের কথা; ভাত-কাপড়ই  জোটে না আবার দই!
ডকট্রিন অব লিসপেডেন্স চলবে না আর;সব বন্ধ! সব...


অ্যাস্টোপেল নীতি দিয়ে কি করবে আর!
ডিক্রি, আদেশ, রায় বুঝার কোনো দরকার নেই এখন!
বাংলায় লিখে আবার  ইংরেজিতে অনুবাদ; কত বড় কলিজা!
বোধহয় ‘ক’ শ্রেণির মাল খেয়েছে না হয় গাঁজার নেশা,
তাড়ী কিংবা পঁচুই ভেব না; আজকের দুনিয়ার বাবা!
কিসের এত মূলনীতি আর কিসের মৌলিক অধিকার?
বড়ই সাংঘর্ষিক কথা শোনালে, কবি;বড়ই সাংঘর্ষিক!
জবানবন্দি, জেরা, পুনঃজবানবন্দির ক্রম উল্টে যাক আজ,
করফ্যু চ্যানেল কিংবা লোটাস কেইসের মতন!
মনরো ডকট্রিন দিয়ে কি করবে আর; কি করবে নির্বাচন নীতি?
সব কিছু ভুলে যাও; সরকারি পদ, বেতন, বৃত্তি-পেনশন;
ভুলে যাও ভেস্টেড-কনটিনজেন্ট ইন্টারেস্ট!
ভুলে যাও রিডেম্পশন, ক্লগ, ফরক্লোজার!
ভালোবাসা আজ মর্টগেইজ রেখেছি;
তামাদি হয়ে গেছে সময়ের স্রোতে...
কোনো দণ্ড চলবে না আর; কিসের এত অ্যাডমিশন কিসের কনফেশন?
সবকিছু আজ নিলাম করে দিলাম;নিলাম!
কিসের এত লিগ্যাল সিস্টেম আর কিসের অধিকার-কর্তব্য?
বড়ই সাংঘর্ষিক কথা শোনালে, কবি; বড়ই সাংঘর্ষিক!


লেজিটিমেইট এক্সপেকটেশন বলতে কিছু নেই আর,
কিসের আবার পাওয়ার ঠু ডু কম্প্লিট জাস্টিস?
রেফারেন্স টেনে লাভ নেই আর; কিসের  আবার রিভিউ?
কিসের এত এডিআর সিস্টেম, কিসের লিগ্যাল এইড?
নিজেই হয়েছি দেউলিয়া আর পপার সেজে ঘুরি!
মানি লন্ডারিং করে প্রাসাদ গড়ি বিশেষ ক্ষমতার জোরে।
সব কিছু আজ মুক্তি দিলাম; দিলাম অব্যাহতি!


প্লিয়া অব অ্যালিবি বলার কোন যুক্তি নাই আর!
যত পার ক্রোক করে নাও কৃষকের ফসল;
শুধু হত্যা কেনো গণহত্যা চালাও একের পর এক!
কিসের আপিল, কিসের  রিভিশন?
সবকিছু আজ খালাস করে দিলাম;খালাস!
কিসের এত আইনের সংশোধনী; কিসের লিগ্যাল প্লুরালিজম?
কিসের এত ডিউ প্রসেস; কিসের বাড়াবাড়ি?
বড়ই সাংঘর্ষিক কথা শোনালে, কবি; বড়ই সাংঘর্ষিক!