ঠিকই বলেছিস বন্ধু-নেগেটিভ রেজাল্টও; বয়ে আনে সুবাতাস;
কখনও কখনও; নিজের অজান্তেই...
সব পজিটিভ সত্যিই ভালো না!
মৃত্যুর ভয় কতটা যে তীব্র;তা আজই বুঝলাম!
বেঁচে থাকার এক দুঃসাহসীক আকুতি; মর্মবিদারী নিদারুণ কষ্ট!
অনেক স্মৃতি পিছুটানে; কাব্য সৃষ্টি আর বুঝি হলো না!
চল্লিশ বসন্ত দুয়ারে দাঁড়িয়ে, হাঁটু হাঁটু পা পা...
শুনেছিস - কত সাবধানতা, আইসোলেশন, হোম কোয়ারেন্টাইন!
বোধহয় কারো মুখ ফসকে বেরিয়ে আসা একটা অজীর্ণ শব্দ-লকডাউন!


দেখে যা -এই নীলক্ষেত আজ সত্যিই নীল; বেদনার নীল রঙে!
টিএসসি, শহীদ মিনার, মধুর ক্যান্টিনে আর ঝড় ওঠে না;
চায়ের কাপে ঝড়; লুকিয়ে লুকিয়ে সিগারেট খাওয়ার ধুম পড়ে না;
কারো অগ্নিবর্ষণ চোখে...
শুনেছিস -করোনার সাথে আমার সংসার,নতুন সংসার!
বিচ্ছেদ-বেদনা আর নেই এখানে;
সামান্য একটু  আতঙ্ক আর অধীরচিত্ত ;
এই আর কী...ওলাবিবি নেই আর; নেই সেই অধরসুধা!
বলতে পারিস-আটানি নাই ফুটানি  আছে;
তাও আবার সুমধুর গ্রাম্য ভাষায়...


অনেক স্মৃতি পিছুটানে; কাব্য সৃষ্টি আর বুঝি হলো না!
প্রকৃতি আজ বড্ড বেশি অশান্ত!
বিশ্বাস কর, ট্রয়নগরী, রোমান সাম্রাজ্যের পতন,  
আর  দুই সতীনের তাণ্ডবলীলা আমি ভুলি নি;
সিডর, নার্গিস, বিজলী কিংবা জোয়ান, তিতলি, গাজা
আর এইতো সেদিনের আমফান...
ভুলি নি-চিকুনগুনিয়া, ডেংগুর আগ্রাসী অগ্নিবৃষ্টি!
ঠিকই বলেছিস বন্ধু-নেগেটিভ রেজাল্টও বয়ে আনে সুবাতাস;
তোর কী এখনও মনে পড়ে বন্ধু; ছেলেবেলার জিপার দুর্ঘটনার কথা,
কাকডাকা ভোর, বৈশাখের উদাস হাওয়া, আনাড়ী পাহাড় স্পর্শ!
নদিতে সাঁতরাবার ব্যর্থ প্রচেষ্টা; তাও আবার কাপড়ের উপর দিয়ে!
কত রকমই যে হাসাহাসি করলাম...!


শুধু কী তাই, মধ্যপ্রাচ্য, বাবরী মসজিদ, জিনজিয়াং, নব্য উপনিবেশবাদ,
কথা হলো-গরীবের সুন্দরী বধু কাশ্মীর নিয়ে!
সে যে কী কামড়াকামড়ি;দুই সতীনের কামড়াকামড়ি;
ঠিকই বলেছিস বন্ধু-কিছু কিছু ক্ষেত্রে -
অমানুষ হওয়াটা দোষের কিছু নয়!


না না, ভুলে যাই নি বস্তুবাদ আর আদর্শবাদের দেহ ব্যবসা;
মনস্তাত্তি¡ক দ্ব›দ্ব আর নব্য ভিলেজ পলিটিকস!
একবার সময় হলে দেখে যাস-এই আমাকে,
এইডসের সাথে মাখামাখি,
বেশ্যার সাথে লুটোপুটি।
আর কভিডের সাথে ব্যভিচার...
কতটা সুখে আছি আমি!


শাস্তিতো আমারি পাওয়ার কথা; তাই না,কী বলিস?
ঠিকই বলেছিস বন্ধু -কৃষ্ণ না হয়ে, আয়ান হওয়াটা সার্থক।
এই দুনিয়ার আয়ান ...
না বন্ধু না, প্রশ্নবিদ্ধ কবিতা ভাবিস না!
আজ আমি করোনা পজিটিভ; বাছ্ মুখ ফসকে আমিও উচ্চারণ করলাম, সৌকর্যে উচ্চারণ - কী সুন্দর নেগেটিভ...!