আমি কিছুই বলব না; তা কিন্তু না!
দেখছি বিশ্ব রাজনীতির জটিল সমীকরণ...
আমি জানি-মানবাধিকার আছে সাইরাস সিলিন্ডারে,
নিষিদ্ধ পল্লীর আনাচে-কানাচে; সোনার বাংলার পথে-ঘাটে।
কে বললো, মানবাধিকার নেই; অস্তিত্বহীন অহেতুক কথন মাত্র!


মানবাধিকার আছে!
আমি জানি-মানবাধিকার আছে কাঁটাতারে ঝুলন্ত ফেলানীর শরীরে;
জর্জ ফ্লয়েডের প্রতিটি নিঃশ্বাসে, বুয়াজিজির করুণ আর্তনাদে!
নুসরাত-মুনিয়ার টাটকা শরীরে; মানবাধিকার আছে!
মানবাধিকার আছে আইলান কুর্দির নিথর দেহে!
আছেতো; কে বলেছে মানবাধিকার নেই?
আমি কিছুই বলব না; তা কিন্তু না!
দেখছি বিশ্ব রাজনীতির জটিল সমীকরণ...
মানবাধিকার আছে ট্রাম-পুতিনের  অদৃশ্য উদ্ভট পকেটে!
ফিলিস্তিন, কাশ্মীর, আফগানিস্তানের আকাশে-বাতাসে;
বললেই হলো মানবাধিকার নেই; মানবাধিকার আছে!


আমি জানি-মানবাধিকার আছে ভেন্টিলেটরে;
প্যানডেমিক শব্দের ভূমিধস বাজারে; আজকের দুনিয়ার বিশ্বায়নে!
কে বললো মানবাধিকার নেই; মানবাধিকার আছে!
মোদি পাড়া কিংবা বেশ্যা পাড়ায়!
মানবাধিকার আছে!


আমি জানি-মানবাধিকার আছে লাগাতার ধর্ষণে;
শিশু, নারী, বৃদ্ধ, বেশ্যা কিছুই বাদ পড়ে না যেখানে,
গুম, হত্যা, খুন, রাহাজানিতে; মানবাধিকার আছে!
আছেতো ক্রসফায়ারের জ্বলন্ত আগুনের দাপটে;
মানবাধিকার আছে!
আমি কিছুই বলব না; তা কিন্তু না!
দেখছি বিশ্ব রাজনীতির জটিল সমীকরণ...
মানবাধিকার আছে চীনের উইঘুরে;
বাবরী মসজিদের খসে পড়া প্রতিটি অস্তিত্বে!
আইএস, আল কায়দা, তালেবান, বোকোহারাম কিংবা হিজবুল্লাহর দরবারে; মানবাধিকার আছে!


মানবাধিকার আছে, তথাকথিত মানবাধিকার সনদে।
ম্যাগনাকার্টা, পিটিশন অব রাইটস, বিল অব রাইটস, মদিনা সনদে;
আরে ভাই কে বলেছে, মানবাধিকার নেই; মানবাধিকার আছে চীনের আগ্রাসী মতবাদে, ইসরাইলের আধিপত্য বিস্তারে!
জাপান, জার্মানি, ইতালির রোমে!
মানবাধিকার আছে এপার-ওপার দুই বাংলায়;
কোথায় নেই বলো? মানবাধিকার আছে নিরক্ষরেখা,
অক্ষাংশ, দ্রাঘিমাংশ, সুমেরু-কুমেরু বৃত্তে!
এশিয়া থেকে অ্যান্টার্কটিকা অবধি...


মানবাধিকার আছে বঙ্গোপসাগরের ভূরাজনীতিতে;
প্রশান্ত,আটলান্টিক, উত্তর-দক্ষিণ কিংবা ভারত মহাসাগরে;
মানবাধিকার আছে সেন্ট হেলেনা,রোবেন দ্বীপে;
মানবাধিকার আছে অশ্মমণ্ডল, ট্রপোমণ্ডল, মেসোমণ্ডলে!
হেরা পর্বত, মালভূমি কিংবা সমভূমিতে;
মানবাধিকার আছে ভূমধ্যসাগর, ইন্দোচীন, বাল্টিক,
নর্ডিক, ককেশাস কিংবা বলকান রাষ্ট্রে।


মানবাধিকার আছে দারফুরে; তাইওয়ান, হংকং, সুয়েজখালে
মানবাধিকার আছে হ্যামারফাস্ট থেকে পুয়ের্তো  উইলিয়াম অবধি!
কে বলেছে মানবাধিকার নেই!
মানবাধিকার আছে বাফার, ডিপ, স্যাটেলাইট কিংবা সেক্যুলার স্টেটে।
লাদাখ, কালাপানি, তিস্তা, ডোকলাম কিংবা নাগার্নো কারাবাখে!
মানবাধিকার আছে বেথেলহাম, কারবালা, হিরোশিমা কিংবা নাগাসাকিতে।


কে বলেছে, মানবাধিকার মরে গেছে!
মানবাধিকার আছে দূরপ্রাচ্য কিংবা মধ্যপ্রাচ্যের অলি-গলি!
মানবাধিকার আছে যুদ্ধ, বিপ্লব, অভিযান-অপারেশনে;
মানবাধিকার আছে  চুক্তি, সনদ, কনভেনশন কিংবা  সম্মেলনে!
আমি জানি-মানবাধিকার আছে সবখানে সমানভাবে লেপ্টে ধরে!
আমি কিছুই বলব না; তা কিন্তু না!
দেখছি বিশ্ব রাজনীতির জটিল সমীকরণ...