অধ্যাস ক্ষমতা অনির্বাদ!
তবু অ্যাসিড বৃষ্টির মতন আহ্নিক গতি;
দেশের ভেতরেই শান্তি নাই,
অথচ শান্তি রক্ষায় এক নম্বর!
বোধহয় এভারেস্ট জয়ের জিহীর্ষা,
গরিষ্ঠ চিন্তা-চেতনা আজ লগিষ্ঠ হয়ে গেছে,
কেমন জানি গ্রাম্ভারি!


ঠমক করে লাভ নেই কোনো; আসলে মারিয়ানা ট্রেঞ্চ!
ভেতরে ভেতরে ধামালি সুর; তবু  হৃদয়টা ডিপোজিট করে রাখি নি,
ঝাপসা চোখে ইন্দ্রজাল ভেবো না,
কর্মোদ্যম-পৌরষ যেন ফেলশানি কেইসের মতন!
ভেবো না সেটা  চটপটির দোকান; আসলে চাঁদমারি।


ঘণীভূত খেতাব দরকার নেই আমার; বুঝিতো ভূ-রাজনীতি!
দরকার নেই সরকারের মোকাম যেখানে প্রোজ্জ্বল বানানে ভুল হয়;
আগুন লেগেছে কপালের কারখানায়;দমকলে যেন নিভে না;
বর্গা নিয়েছি ভয়ের চিহ্ন; তরজমা করে কি লাভ?
মার্কস-স্মিথ কিছুই বুঝি না; ধনেশ্বর হবার বাসনা!
গাড়ী একটা কিনে ফেললাম; দরকার একটা বাড়ি!
তবু ছাড়ে না পিছু আজও; সীমাবদ্ধতার গ্লানি!