জীবনের দৌঁড়ে আজ পারদের ওঠা-নামা!
যেতে হবে বহুদূর, ভালো কথা; বড় ভালো...
ট্রেডমার্কহীন নকুট্য; অকাট্য ট্রেসপাস!
আত্মরক্ষার জন্য খুঁজি না কোনো ব্যতিক্রম;
পেনাল কোডের ব্যতিক্রমসমূহ!


যেখানে মারবারী বনাম মেডিসন বললেই উত্তেজিত হয় কবি!
সেখানে দেশীয় আনোয়ার কিংবা
মাসদার হোসেন টেনে এনে কী লাভ!
লিডিং কিংবা ল্যান্ডমার্ক ডিসিশন তুলে ধরলেই-
আর কবি হওয়া যায় না; আগুনের পাশে মোম গলে না!


ভিপিএন সিকিউরিটি দিয়ে কী হবে?
কী হবে আইডেনটিটি কিংবা উদ্ভট প্রাইভেসি সেটিং করে?
চুম্বক-লোহার ধর্ম টেনে এনে কোনো লাভ আছে কী?
না নেই; কোনো লাভ নেই!


শরীরে চর্বি জমে গেছে কালো টাকার প্রভাবে;
ঠিক যেন তাড্যমান কোনো ঘাটতি বাজেট!
অথচ কী আশ্চর্য দেখ-এখনও খুঁজি পাতাসি মাছের মতন শরীর!
শিমুলের তুলার মতো ওজন; পাহাড়চূড়া, প্রবাহমান উপচে পড়া নদি,
ভর-বেগ যাই হোক না কেনো?
হোক না সেটা গুণফলের ব্যাস্তানুপাতিক!
ছিনতাই হয়ে গেছে স্বপ্নটা; হাতরে বেড়াই ঘুটঘটে অন্ধকারে!
অবশ্য এভিডেভিট করে রেখেছি-
ওষ্ঠবন্দি অলিখিত সেই  ডবকা শরীর!


কখনও যদি ডোপামিন নিঃসৃত হয়;
মনে পড়ে-ঝড়ের সুরে কাজরি গান;
দাবানলে ছারখার হয় তব আমাজন বন;
কোমরের নিচে বিতর্কিত লাখেরাজ ভূমি;
তখন দেরি করো না;ছুঁটে এসো...


জানো? জিপির ‘স্টে হোম’ আমার ভালো লাগে না;
আমি এখনও পূরক কোণে বিশ্বাসী; সম্পূরক না!
আকিষ্ণন ঠিক যেন চতুরস্য গলদঘর্ম; গম্ভীরা গানের মতন তেজস্বী!
জলবায়ু পরিবর্তনের খেলায় নাকি বরফও গলতে থাকে;
অক্ষাংশ-দ্রাঘিমাংশ কেঁপে ওঠে পর্নোগ্রাফির ঘূৎকারে;
কাঁন্না মিশে থাকে অসংখ্য; নষ্ট হয় সময়!


তারচেয়ে বরং ছুঁটে আসো-বাস্তবতার ইনবক্সে,
দৌঁড় শেখাও আমায়; জীবনের দৌঁড় ...
জানি  রহস্য- ঘেরা দুটি চোখ তোমার; ফিরে আসবে না কখনও; তবুও...!