প্রথম দেখা...আকসসিক..
মৃদু কম্পন,অপ্রস্তুত অস্থিরতা
ভয় , লজ্জা, থাক আর বলা যাচ্ছে না..
অতঃপর শুরু..
ক্রমান্বয়ে ঘটে যাওয়া ঘটনা
চিন্তার বাস্তব প্রতিফলন,তারপরেই হয়ে গেলো..
প্রেম মনে হয় নাহ!সবেতো দুর্বলতার বহিপ্রকাশ
আর আবেগ মিশ্রিত অনুভুতির সাথে ভালোলাগা..
অতঃপর..আমার গল্পের শুরু..
কিশোর মনের ভাবনাগুলো কখন যেন বদলে গেলো..
সবকিছুতেই শুধু খুঁজতাম তোমায়
অনুপস্থিতিতে কিংবা একদিন না দেখায়..
যখনি  ভাবতাম তোমায়
চোখের পলকেই দেখা দিতে
কল্পনাতেই নয় বাস্তবতায়।
তুমি হয়তো জানতেও না।
সবকিছু ছিল মনজুড়ে আমার
আর সহ কল্পনায়।
ভালোবাসি বলব কথাটা অনেক
অনেকবার ভাবি...
থাক না, কিসের ভয়ে যেন
পিছে হয় পরি।
স্বপ্নের ঘোরে তোমায় নিয়ে
কাটাতে থাকি প্রহর
কতরাত জাগিয়াছি,কতশত ভোর।


বালিকা তোমার মনে তখন
হয়তো এমন কিছুই ছিলনা
সব ই ছিল সপ্ন আমার
আর নিছক কল্পনা।
কতদিন আমি দাড়িয়ে থেকেছি
তোমার পথের ধারে..
তোমায় একবার দেখব বলে
লুকিয়ে আড়ালে..
অনেক কথা চোখে ছিলো
জমানো..
হয়নি শুধু তোমার আমার
চোখে চোখে তাকানো।


অনেক সময় পাড় হয়ে গেলো
ঘরির কাটা ঘুরে
ডায়রিটাও হয়নি লেখা
মাঝড়াত্রির  পরে।
প্রতিমুহূর্তে মনে হয় আজো
ভালোবেসেছিলাম হয়ত নিজের অজান্তেই।
আজ সবকিছু অতীত আমার
মাঝে মাঝে খুব ভাবি
সত্যি কি ভালোবাসা ছিলো?
নাকি নিছক পাগলামি?!


মনের আড়ালে বালিকা আজো
উকি দেয় তোমার ছবি।
আমি কবিতা লিখতে জানিনা
তবুও মন হতে চায় কবি।
এখনোও মাঝে মাঝে ভেসে বেড়াই
নিস্তব্ধ কল্পনায়
জীবনের ডায়রিতে চোখে পড়ে আজো
ফেলে আসা সেই কিশোর প্রেমের
অপ্রকাশিত অধ্যায়।