<<< তোকে বলছি না- ১টা ১০ এর গল্প >>>
                                                            ---সা নি হো সে ন


চোখের পাতা ভিজে।এই সকালে সূর্য এলে দু পা একটু হেঁটে শুকিয়ে নেবো
সূর্য এখন দারুণ তাপে। খুব দাপটে।বেশ তামাটে
ভূবনডাঙার মাঠে ভূত দেখাতে ডাকবো কাকে?
দু বোতল রক্ত হাতে মিল দিই নি সংঘাতে।
ওই আকাশে তিয়াস ছিল, কোন কথাতে আড়ি এল?
যাক সে যাক বেশ অবাক
তোর চিঠিতে রইল ইতি।
পেনটা থাক কালি খেয়ে, বাজনা বাজুক গুনগুনিয়ে
আলোর জন্য ঝিমঝিমিয়ে রাস্তাঘাটে রাতদুপুরে চলছি যখন,
    দেখছি তখন ঘুমের বড়ির মত চাঁদ কাঁচা রাস্তা ধরে  যায় চলে।
জীবন অংকে চলে, উত্তরটা তবে গোলমেলে।
বৃষ্টি এলে আড়াল খুঁজিস বলেই আমি বৃষ্টি হলাম।
বসন্তের আপেক্ষায় তিয়াস হয়ত হাড়ের মালা পড়ে নতুন হবে।
কোন সম্পর্ক শুদ্ধ নয় জেনে চোখ বুঁজি ঘুমের ছলে।
তাই হাততালি দিয়ে পাগল বলবে আমাকে কয়েকটা অপরিণত মেয়ে।
তোকে বলছি না।তুই শুনবি না।কেউ বললেও না।কয়েকটা প্রশ্ন ছাড়া সবের মধ্যে বিলীন একটা রূপকথা ।
তাই লিখছি না।কোনো পোষ্ট দিচ্ছি না।
মৃদু মন্দ বাতাস নিয়ে বাকিটা পথ খুঁজে চলছি যোগ বিয়োগের প্রলাপে। দেখে নিস।
শুধু তো বন্ধু ছিলাম।লিখেছিলাম।বলেও ছিলাম তাই।জেনেছিলাম।ভেবেছিলাম আমরা একা নয়।