এক আঁড়ি। এবার সমাপ্তি।
এই জন্য বড় হচ্ছি। ভ্রণের স্বপ্নিল পথে নিঝঞ্ঝাট পা ফেলে হাঁটতে গিয়ে
এত কাঁটা ফোটার ইঙ্গিত সুপ্ত ছিল। অথচ আমি জানতাম না।এটা কি সত্যি সত্যি আমার জীবন?
কি জানি গো! কখনো কেউ ছড়িয়ে দেয়
কখনো কেউ ছিন্ন টুকরো সাজিয়ে আবার ঠিক আগের মত গুছিয়ে দেয়।
কেউ বাঁধ বেঁধে থামিয়ে দিল
কেউবা আবার লুকিয়ে এসে ভাঙল তা মৃদু হেসে।
আমার জীবন আমার ডানায় ছিল কোন কালে?
গুরুমশাই দুলে দুলে ঘুমে ঢুলে কোথায় যেত সে জানে? আমরা তখন ছেলে মানুষ ছিলাম। পাঠশালাতে ভয়ে ভয়ে - এই বুঝি এক  বাঘ আসবে!
তারপর একটা তুই হঠাৎ তুমি হল
বেশ যত্ন। বেশ আগামী ভাবনা।জীবন ও পরিকল্পনা।সেদিন যেন কার মতো? আমার জীবন আমার পথ।
এখন আমার একলা থাকা ঘর।হো জীবন,নেই জীবনী।শুধু প্রস্তুতি....
পা কাঁটায় কাঁটায় দেহটা নিয়ে বেড়াচ্ছি।যেন এক বাহক!
হো জীবন! আমি জানি না এই পেশাটাই কেন পিষে পিষে সাগরের ধারে নিয়ে এল?