তার নাম জানি,তাকেও জানি
অমুক আকাশে ক্ষারধর্মী নদীর পাশে,
সে চুপ থাকে। আর
ওদিকে সেই টুপটাপ লাশ পড়ে,ঘরে ও বাইরে
আমাদের জনপদে।সে বিরহ যপে দিনে ও রাতে
অথচ একটা মানুষ নেই যে এ মৌণতার জন্য
তাকে অনুরোধ করেছিল কোনো পল অনুপলে
পাগল? না ধূর্তর? অথচ শিববেশী , ছলকলায়
অদ্ভূত কিছু সত্য যুক্ত করেই কারা বলল ঈশ্বর?
কারা ভয়ে ডাকল ঈশ্বর? কারা কেঁদে ডাকল ঈশ্বর?
কারা না জেনে মানল ঈশ্বর? ঈশ্বরপ্রলাপ চারদিকে,তবু
কেউ কেউ দাঁড়াচ্ছে না।কেউ কেউ বলছে না।
আশাহত মুখগুলো জিরাফগুলোর দিকে
করুণ চোখে তাকিয়ে থাকে আজো,
আজো ভণিতায় সবার দিন যায়।রাজা জানে।
রাজা চলে।রাজা নিরবে নির্জনে বিষ ঢালে,তবুও
এ জনপদে আজো একটা রাজা চাই সবাই।