যে জীবন ফড়িং এর মতো,
একটুখানি রোদে হেসে, একটুখানি বৃষ্টিতে ভিজে,
ঝাঁপিয়ে পড়ে ঘাসে ঘাসে —
সেই জীবনের একটুখানি উড়ানেও কত গল্প লুকানো থাকে।
আকাশের নীচে ছোট্ট ডানা,
তবু বুকভরা সাহস তার,
চোখে মেঘের প্রতিচ্ছবি,
আর হৃদয়ে আলো–ছায়ার খেলা।
না থাকে গন্তব্য নির্দিষ্ট,
না থাকে কোন স্থির বাসা,
তবু সে থামে না কখনো,
জীবন তার স্রোতের উপাখ্যান।
এক মুহূর্তে রঙিন আলো,
পরক্ষণেই হাওয়ার ছোঁয়া —
এই খেলাতেই বেঁচে থাকে,
নাম না জানা স্বপ্ন তার।
ফড়িং যেমন উড়ে চলে,
সময় ছুঁয়ে, জীবন ভুলে —
আমরাও কি তেমনি নই?
একটুখানি উড়ানেই শত দিনের কাব্য লিখি!
তাই বলি,
যে জীবন ফড়িং এর মতো,
সে জীবনই সত্যি বোধহয় —
ক্ষণিক, ক্ষীণ, অথচ ভীষণ রঙিন।