হাসে মানুষ, কাঁদে না মুখে,
যন্ত্রণা লুকায় নিঃশব্দ সুখে।
ভাঙা মন নিয়ে হাসে সে তাই—
সকল প্রাণীতে, মানুষই আলাদা ভাই।