"পেটে পাথর"
-এস. আলম


হঠাৎ ঝড়ে বাসা ভেঙেছে,
অষ্ট খানা গাছ পরেছে,
বাড়ি আমার দুমড়ে গেছে,
দম বেরিয়ে ফিরে এসেছে।


পেট বাঁচাতে লোক সমাজে,
খাবার যদি পাইগো তাতে,
সকাল দুপুর সন্ধ্যা পাড়ি,
তবুও মেলেনা ডাল খেসারি।


মানুষগুলো কিপটে ভীষণ,
সর্ষে কলাই করছে শোষণ,
খাচ্ছে আবার জমিয়ে রাখছে,
আমাদের পেটে পাথর জমছে।


পিঠ বাঁচানোর উপায় খুজি,
বুকের পাঁজর ভাঙ্গলো বুঝি,
নব বাঁচার দিবা স্বপ্ন বুনি,
নতুন ঠিকানায় শান্তি খুজি।


বিবেকের দংশনে মুমূর্ষু জাতি,
স্বার্থ বিনা মিলে না স্বজাতি,
পরার্থে জীবন ধরবে বাজি,
এহেন ভাবনা নিরর্থক আজি।