প্রবীণ আপনি গল্পের জীবন্ত প্রতিচ্ছবি
গল্পের আসরে মনোযোগী নবীন আমি
নিরস গল্প দাঁত চিবিয়ে অমৃতের কারিগর
হাসি ঠাট্টা তামাশা আপনি করেছেন দিনভর।


রক্তিম লাল সূর্য পরন্ত বিকেল বেলা
বৃদ্ধ চামড়া হাত বুলালে সহ্য নাহি করে
ক্ষীণ গতির রক্ত দেহকে অচল করে
সুনিপুণ কারুকাজ অতৃপ্ত আহাজারি বাড়ে।


মৃত্যু আলিঙ্গণ করে নিভু নিভু অক্ষি দৃষ্টি
আড়মোড়া ভেঙে অশ্রুতে নিরবতা বাড়ে
নিঃশ্বাস সুদীর্ঘ নিভে যায় ঝলমলে আলো
শূন্য উঠান ব্যস্ততা কভু অপেক্ষা নাহি করে।