আমি এক আজব মানুষ, মিথ্যা কথা বলি।
সহজ কথা বুঝিনা আমি, বাঁকা পথে চলি।  


উল্টো ভাবে কাপড় পরি, উল্টো পরি জুতা।
সিঁতি করি উল্টো করে, উল্টো বাঁধি ফিতা।


শিক্ষিতকে উপেক্ষা করি, মূর্খতাকে মানি।
জানা বিষয়ে অজ্ঞ আমি, করি একগুঁয়েমি।


পশ্চিমেতে সূর্য দেখি, চাঁদকে দেখি পুবে।
সকালে দেখি সন্ধাতারা, সাঁতার কাটি ডুবে।


ডান হাতে খাইনা আমি, করিনা অজু রাতে।
দরজাটা খোলা রাখি, ঘুমাইনা আমি খাটে।


কাজকে আমি ঘৃণা করি, কুকাজ করি বেশ।
জীর্ণতাকে বরণ করি, কুবুদ্ধির নাই শেষ।


দাঁত মাজিনা কোন বেলা, গায়ে ঢালি না পানি।
অসুখ হলে ঔষুধ খাইনা, ফর্দ সবই জানি।

মিত্রতাকে পাশ কাটিয়ে শত্রুতাকে বাছি।
বিবাদটাকে বাড়িয়ে আমি বেশ আমোদে আছি।


মানবতা বুঝিনা আমি, সুবিচার আবার কি?
মানুষ নাকি অমানুষ আমি, ভেবে মুচকি হাসি।