সুখ সুখ করে কাঁদিস না তোরা সুখ আমার হাতে,
সুখ যে আমার আধার ঘরে প্রদীপ ছাড়া রাতে।
রাত্রি নিশিতে ঘুমাই যখন খরকুটার বিছানাতে,
বিনা দ্বিধায় নিঝুম সুখ ঘুমায় আমার সাথে।


মোটা তাতে মোটা ভাতে সুখ আমার উছলে পরে,
সুখের পায়রা ধরা দেয় হাটি হাটি করে।
শীতের সকালে সুখ আমার নরম ঘাসে,
সুখ যেন মোর সবুজ মাঠে কৃষকের হাসিতে।


সুখ যেন মোর পল্লীবধূর পানির কলশিতে,
সন্ধ্যাবেলায় সুখ যে আমার রক্তিম সূর্যতে।
সুখ মিলেছে সকালবেলা সদ্য ফোটা ফুলে,
সুখের ছোঁয়া পেয়েছি আমি বধুর উড়ন্ত চলে।


সুখ পেয়েছি রাখালিয়ার চিকন বাঁশির সুরে,
নদীর তীরে সুখ যে আমার হাজার পাখির ভিড়ে।
সুখ দেখেছি আমি চাঁদনী রাতে চাঁদের আলোতে,
সুখ দেখেছি ভাসমান নৌকায় অসংখ্য নদীতে।


আমার সুখের রহস্য কি জানার অনেক কৌতুহল,
অল্পে আমি অনেক তুষ্ট এটাই আমার সম্বল।
আমার সুখের ভাগ নিতে চায় সূর্য আর চন্দ্র-তারা,
সুখের ভাগ আমি দিব তারে যার অল্প সুখে হৃদয় ভরা।


(রচনাকালঃ ১১-০৫-২০০৯ ইং, সোমবার রাত ১০ টা ২৫ মিনিট )