যদি এমন হয়; ভিজছি আমরা খোলা প্রান্তে, বর্ষার বৃষ্টিতে
নতুবা, তোমার কোলে আমার মাথা, গাছের ছায়ায়-
ক্ষীন আলোর কোনো প্রভাতে।
যদি এমন হয়; হাটছি আমরা সোনালী রোদের দিনে, পাশাপাশি একসাথে
নতুবা,নির্জনে আমি-তুমি, ঠান্ডা বাতাসের উষ্ণ শিহরণে,
আমার হাত তোমার হাতে।
আবার- যদি এমন হয়; ভালবাসার খোঁজে- গাঢ় আঁধারে,পালাচ্ছি দুজনেই প্রাণপণে,
নতুবা, ঘুমুচ্ছি  আমরা একই বিছানায়, উন্মাদ নিস্তব্ধতায়,
পরস্পর নিবিঢ় আলিংগনে।
সব চেয়ে ভাল তখনি হয়, যদি একই দিনে, একই সাথে,দুজনেই মারা যাই।
পরজন্মে করিনা বিশ্বাস,তবুও যদি একই সাথে পুনরায় জন্মাই।