সবুজের পর নীল, সবুজ আর নীল,
একসাথে পাশাপাশি
ভালোই ভালোই বাসাবাসি।
তবুও নীলের আক্ষেপ নেই সবুজের বিনাশে,
অবিনশ্বর অহংকারে সে খিলখিলিয়ে হাসে।


তার নিশ্বাস-এ মিথ্যা,
ওর বিশ্বাস-ও মিথ্যা,
দুজনার অপরিচিত পরিচয়
দৃশ্যমান, তবুও কাছে নয়;
দৃশ্যমান- সামাজিক অভিনয়।