পৃথিবী জানে আমি এসেছিলাম তখনি
যখনি পিশাচের তাণ্ডবে এসেছিলো কালসময়,
অরুণ তেজে বজ্রের গতিতে ছিল আগমন,
ধ্বংসের ছন্দে মিত্র হয়েছিল মহাপ্রলয়।
পৃথিবী জানে আমার শ্বেত রক্ত শীতল,
শান্তির পূজারী আমি, আমার নিত্যসঙ্গী মহাকাল,
যে কোন আকালে আমি বড্ড উন্মাদ,
লাল টীকা লাগাতে সদাই প্রস্তুত আমার কুঞ্চিত ভাল্।


পৃথিবী জানে আমার ঘুম ভাংবে বারংবার,
তপ্ত বালিতে ফুল ফুঁটাতে শতবার,
আর যতবার কংক্রিটের পীচ রাঙাতে হবে,
থামাতে তাদের কান্না, যারা কাঁদে নীরবে।


পৃথিবী আমার অতীতকে ডাকে ইতিহাস,
আর ভবিষ্যৎকে বলে স্বপ্ন,
সুশীল অভিধানে আমি খানিক অপরিচিত,
আমার বর্তমান নাম অযত্ন।