আমাদের দূরের আকাশ, আমাদের একলা চাঁদ, আমাদের অজস্র তারা, আমাদের ভাবনারা, আজো একলা করে ঘুরাফিরা, আজো তারা ভবঘুরে দিশেহারা।
প্রিয়জনের মৌনতা, তাদের বিষন্নতা, তাদের রোদন, তাদের আস্ফালন, প্রত্যশার প্লাবন, ছেয়ে রাখে আমাদের বিহ্বল শোকাতুর জীবন।
আমরাই আমাদের নিজেদের সাক্ষী, যারা নিজেদের হাসি নিজেরাই দেখি, নিজেদের কান্না নিজেরাই শুনি, যারা এই অনুভবনীয় পৃথিবীর কেবলই পরোক্ষ পরিহাস,
যাদের সমান্তরাল অশ্রুপ্রপাত, সরল রৈখিক জীবন ধারাপাত, সন্ধ্যা রাতের বন্ধ কপাট, তাদের আনন্দের উৎস, তাদের উৎসবের দিনে ধর্ষকামের ইতিহাস।
বেলা, কাল, পর্ব, যুগ- স্বভাবতই বদলে যায়, আত্মার নিকট আত্মীয়রাও পাল্টে যায়, সময়ের প্রয়োজনে তাদের কেউ কেউ বেশ অপরিচিত, অসময়ে আবার কেউ হয়ে যায় ভীষণ হিসেবী।
শুধু আমরাই পারিনা, বদলাতে পারিনা, আমাদের স্মৃতিতেই বসবাস; আমাদের চিন্তা ভাবনায়, আমাদের ভালবাসায়, আমাদের নৈতিকতায়, আমরা আজো সেই পুরনো মানব মানবী।