আজ বেশ রাত হলো অনুশোচনায়
সময়ের হেরফের এলেবেলে দিন যায়
কতো কি করা যায়- নেই সাধ্য
আকছার ঝামেলা, রোজ বাজে বাধ্য।


নিয়মের বেড়াজাল খেয়েছে সুখ
বিষ পুষে চলে বুকের অসুখ
এই অবেলায় চাইলে খোদ
বাড়ে জ্বর, বাড়ে জ্বালা বুদবুদ ।


বয়স হলে স্মৃতি বলে দুর্বল
চাহিদায় সহায়ক- মনে বল
নিয়ে ঘুরে- তবু হয়না কাজ
চামড়ায় ফুটে রোজ, সরু ভাজ।


চশমায় আর কতো যায় দেখা
কি আর মনযোগে যায় শেখা  
কাছে তার পড়ে বেশুমার ভুল
ধরা খেলে তাও জমে হুলুস্থুল।


হিসেব কসে কয় বয়সের ভার
দুই কুড়ি ছাড়লো কম নয় তার
এই সময় ভালো নয় অনুযোগ
কাছে এসে ভীড়ছে কতো রোগ।


যৌবন পড়িমরি দোয়ারে নাড়ে
অনুশোচনার দিন শুধু বাড়ে
কোথায় একটু খামখেয়ালি হলে
জং ধরে চোয়ালে- হুশিয়ার বলে।