প্রতি মিলিমিটার মসৃণ তনুতে ফণীমনসার ঝোপ
সুরের মূর্ছনায় আদিখ্যেতা করে - কাছে আয়
বেড়ালের মতো থাবায় হাড় কাঁটায় জমেছে লোভ
চতুর শিকারি শেয়াল ডাকে তুলোর বিছানায়।


একান্নবর্তী বিষয় নয়, ভাগ করে নেয়া যায়
পাপিষ্ঠ হলে তুমি এমন জলে দিয়ে ডুব
ফেরানো যায়না তাই দু’কদম তৃষার টোপ
নিষিদ্ধ গন্দমে দিয়েছে হানা মোহন বাঘ  ।


লুট করে নেয়া নয়- বিদগ্ধ নিজের জমিন
খোঁড়ে  খোঁড়ে চৌদিকে দিয়েছি তার কাটা
আমার আটিতে জমেছে রসালো কমলার ঘ্রাণ
পাপে সিদ্ধ হতে তোমার প্রতি মিলিমিটারে।