এরকম নির্লিপ্ততায় অনেক যায় আসে
উদাসীন মেঘের মতো উড়লে হয়
যে দেখে বলে দেবো কয়টি ডানা কয়টি চোখ
আর কয়টি ঘাসফড়িং তুলে তুলে খাও।


আমি চাই শব্দযোগ নিরেট পঙক্তিমালা
ঠিক তোমার নীল শাড়ীর মতো
নীল টিপের মতো
দৃঢ় বহ্নি অগ্নি শিখার মতো
উদ্দাম শ্রাবণ মেঘের নৃত্যের মতো
যা শুধু ভালোবাসায় ভরিয়ে দেয়।


আমি তোমার রাগটুকু মানতে পারি
দ্রোহটুকু নিতে পারি
কিন্তু তোমার নির্লিপ্ততাকে নয়।


তাই বলি আসো-
সাত-গঙ্গা তোমার পায়ে পড়ে নাচবে
কুজ্ঝটিকাময় রাতের খোলস ছেড়ে
ভূমি লগ্ন অন্তর বজ্র-মিলনে গাইবে অষ্টাদশী ।