ইদানীং কেমন জানি হয়ে যাচ্ছে সব
ডিজিটালে প্রতি ডিজিট ধরে সময়ের ঘুম
এমনকি বউয়ের স্নো পাউডার
এবং ফরমায়েশি আদেশ ও।


একান্ত নিজের ব্যাকরণে পড়ে থাকা শব্দ-জট
খুব উড়া-উড়ি,  পাখিদের রেশমি পালকে
লেগে থাকা রোদের কণাকে মনে হতে পারে
পুরাদস্তুর ডিজিটাল।


পূর্বপুরুষের পরিচয় দিতে গুগলে কাত হয়ে যাই
হতচ্ছাড়াদের খেয়েদেয়ে আর কাজ নাই।


এখানে আহামরি কিছু নয় আমরা শুধু খোলস পাল্টেছি
তূণ থেকে শলা হারাবার ভয়
আর বিবেক রোধ- পুরাদস্তুর  করে দিতে পারে এমন
জিজ্ঞাসায়  ক্ষণস্থায়ী প্রলেপ জুড়ে দিতে
ডাংগুলি খেলতে খেলতে ছদ্মনামে হয়ে গেছি
আপাদমস্তক ডিজিটাল ।