ছিল উন্মন জলাধার নদের গহীন
তৃষ্ণা প্রপঞ্চ মেরুন বা গোলাপি
রোদ উঠলে সানাই সানাই
মেঘ করলে কালো
প্রতিবেশী আবেশটাই চমকাল


ঠোঁটের মিহি-ভাজে অনেক ভাষা
ফুটে চৌকো শ্লেষ আঁকড়া ট্রেন
গুনে দেখি তারে; যথেচ্ছ তারেকাটা
চিনি-দানার মতো মিহি হয়ে আছে

নদী সঙ্গমে চলে গেছে কররেখা
বিভূঁই বিভূতি রেখে- বা'হাতে।