ফসিল থেকে যায়
উঠে আসে হরপ্পা- দলিলের প্রাচীন অক্ষর
দ্রাক্ষা রস
ব্রাত্য টানাটানি
লবণ পিপাসা থেকে পিছলে যায় খড়ম


এই এইখানে; তুমি ঘোরাও চাকা
আয়ুর্বেদীয় শরীরে
মেদ জমলে
সূচের ফুঁড়োয় ঘুরে দাঁড়ায় বহুমূত্র শূল


যাপিত হও
এদিক সেদিক
নৈর্ঋতে নির্বাণ ও তমসা
অন্ধকার গলি থেকে শুনি রাতের কুশল


ফস্কা গেরোতে
পর-সমাচার বলে দাঁড়ায় ইতিহাস
ম্যাগনিফায়িং হয়ে উঠে অক্ষর
কাছে দূরে যুদ্ধবিদ্যায় থেকে যান একলব্য..
এমন অমরাবতীতে জেগে থাকে পাড়া।