বরং ফিরে যাও তাকিয়ো না আর
বাজুক ধৈবত অতীত দূরগ্রামের
এ এন্টেনায় সেই সিগনাল নেই
কচু কেটে কেটে স্বর উড়ে যায়
আবার কি এক উন্মাদ জন্ম হয়
থুই এপাশ ওপাশ বল্লরী মায়াটুকু
নরম কুসুম গন্ধের পাতানো রঙ
দেখো লাল জামায় লেগে আছে।