একালের ছড়াশুধু শিশুতোষ পাঠ নয়,
ছড়াতেও অবিরাম ঘাত- প্রতিঘাত হয়।
শিশিরের শৈশব ছেড়ে আজ ছড়া,
শেষিতের মুক্তির সংগ্রামে গড়া।
কঙ্করময় পথ প্রান্তে
শোষকের মূলেঘাত হানতে
জোয়ারের তীব্রতা আনতে
কখনোতো ছড়া হয় বেশ উত্তাল।
বঞ্চিত জনতার যেন দিকপাল।
শুধু টক-ঝাল আর মধুময় সাধ নয়।
ছড়াতেই ক্ষুরধার বাদ-প্রতীবাদ হয়।


ছড়া শুধু ফুল নয় , নয় সুর ঝংকার।
মাটি চাপা দেয় ছড়া ভয়-ভীতি শংকার
প্রতিরোধ প্রতিশোধ মুখরিত ছন্দে
ছড়া আজ ভরপুর বারুদের গন্ধে
রক্তে অগ্নী লাগাতে
স্বৈরাচারীদের ভাগাতে
জনতাকে বিক্ষোভে জাগাতে
কোনো কোনো ছড়া যেন বজ্র ভাষন।
কেপে ওঠে শোষকের গদি -প্রশাসন।
ঘুমপাড়া গান নয়, ঘুম তাড়া ডঙ্কার
ছড়াতেও রীতিমত আছে ঝাল লংকার।