স্বাধীনতা লাখ শহীদের বুকের তাজা রক্তপন
স্বাধীনতা লাল সবুজের ঐ পতাকার শক্তপন।
স্বাধীনতা নয় কোনদিন স্বৈরাচারের গর্জন।
স্বাধীনতা মুক্তিকামী আম জনতার অর্জন।
স্বাধীনতা নির্যাতন আর নিপীড়নের সমাপ্তি
স্বাধীনতা অর্থ হলো থাকবেনা আর অপ্রাপ্তি।
স্বাধীনতা পল্লীগাঁয়ের দামাল ছেলের কন্ঠ গান
স্বাধীনতা গর্জে ওঠা বিলিয়ে দেওয়া লক্ষ প্রাণ।
স্বাধীনতা ছেলে হারা বাংলা মায়ের তৃপ্ত কোল
স্বাধীনতা মুক্ত পাখির ডানা মেলা সুপ্ত দোল
স্বাধীনতা নয় তো কারো কল্পকথার অন্ধমিল।
স্বাধীনতা মহাকাব্য কিংবা ছড়ার ছন্দমিল।


( রচনা কালঃ ৭ মার্চ, ২০১৪)