গাড়ির শহর জ্যামের শহর একটুও নেই ফাঁকা,
ঢেউ সাজানো নৌ পথে তাই যাচ্ছি এবার ঢাকা।
মাইল পোষ্টে লেখা থাকে পিচঢালা ঐ পথে,
কোন জা’গাটা ঠিক কতদূর ঢাকা শহর হতে?


অন্যদিকে জ্যামের মতো
নানান অভ্যর্থনায়,
বুঝতে পারি শহর কখন ঘনায়?


সড়ক পথে খুব সহজে
আমরা বুঝে থাকি,
আসতে ঢাকা আর কতদূর বাকী?


কিন্তু আজি মাঝ নদীতে
বুঝবো কেমন করে,
সদরঘাটে পৌছবো ক,কাল পরে?


হঠাৎ করে একটি উপায়
বের করেছি খুঁজে
শর্ট কার্টে তা নিতে হবে বুঝে।


লক্ষ করি ঢাকা শহর যতই কাছে আসে,
বজ্র, পলি, আবর্জনা ততই দেখি ভাসে।
সুবাসে দম বন্ধ হবার হয় যে উপক্রম।
বুড়িগঙ্গার নোংরা পানিই জানায় স্বাগতম।