পূঁজিবাদে শ্রম অধিকার
হয় না কভু অর্জিত?
অর্থনীতির এই মতবাদ
মানবতা বর্জিত।


ক্ষুদ্রঋনের ছদ্মনামে
সুদ হাকিয়ে চড়াদামে
নিখুঁতভাবে ঋণদাতারা
হচ্ছে ধনে সঞ্চিত।
কূল হারিয়ে ঋণগ্রহীতা
যার-পরনাই বঞ্চিত।