মাঠে নারা পোড়ে
অথচ মনে হয় চিতার ধোঁয়া!
সবুজ ঘাসের বনে
অজিহ্বের চোখে বিনাশী পাপ
থোকা কাশফুল
কেন মনে হয় সিমেট্রীর
সার সার মার্বেল এপিটাফ!
সমস্ত বোধের গোর হয়েছে বুঝি!


এলোমেলো হয়ে আছি
তাই আকাশ দেখি—শূন্যতায় কোন ভ্রম নেই।


০১/০৪/২০২৩