শত শত নদীর দেশ,
আমার এই বাংলাদেশ।


যে দিক পানে মন খুলে চাই,
কত যে আঁকা-বাঁকা নদী দেখতে পাই,
তবু যেন দেখার শেষ নাই।


"হে নদী" তুমি কত অপরূপ,
শুধু দেখি তোমার রূপ,
কিন্তু বলতে হয় তুমি একটা মরণ কূপ।


কারন,
কত জাহাজ ডুবেছে তোমার বুকে,
তাইতো কান্নার হ-হাকার আমাদের মুখে।


তবুও বলি তুমি প্রথম তুমি শেষ,
তাইতো বলি তোমার রূপের নাইকো শেষ।