সারাদিন রাস্তায় চলে কত যান,
ভাঙ্গা-চুড়া রাস্তার দিকে নাই কারো কান।


আগের দিনে গরুর গাড়ি,
চড়তে ছিল মজা।
অনেক দুরে জমাই পাড়ি,
সাথে ছিল বোঝা।


বর্তমানে গাড়ি গুলো দূষন করে বাতাস,
রাস্তা-ঘাটে চড়তে গিয়ে সাধারন মানুষ হতাশ,


বর্তমানের এই পৃথিবীতে ধনী আছে যারা,
আকাশ পথে চড়তে পারে একমাত্র তারা।


পরিবেশ দূষন কোলাহল পূর্ন আমার এই দেশ,
এই দিয়ে আমার কবিতা আজ করছি শেষ।