আহার-নিদ্রা তুচ্ছ  মনে
না খেয়ে-
হয়ে গেছে অভ্যাস,
শুধাই পিক ছাড়বে কবে?


আমি বলি _
পরীর ডানায় মুক্ত মনে
চলব যেদিন ভেসে,
হঠ্যাৎ কেঁদে হাসব যেদিন
না পাওয়ার উল্লাসে।
দেখব না  আর নেত্র কোণে
পরীর মত ছায়া,
হঠাৎ যেদিন বলব ভূমি
দাও বিদায় সম্ভাষণা।