বাপজান কেমন আছ তুমি?
কতদিন আমারে দেখতে আহোনা।
আচ্ছা কওতো
তুমি কি আমার লগে গোসসা করছো?
আমার লগে গোসসা কইরা লাভ নাই।

ভালা কইরা দেইখ্যা শুইন্যায়
কামলা পোলার লগেই বিয়ে দিছো।
আমি কি আর মাসে মাসে নতুন নতুন
পাঞ্জাবী কিনে দিবের পারমু।
নাকি পেট ভইরে খাইবারি দিতে পারমু।

বাপজান কেমন আছ তুমি?
কত দিন তোমারে পুতুলটাও দেহে না।
সেই কবে যে গঞ্জের হাট কইরা
যাইবার সময় পুতুলরে দেইখ্যা গেছিলা।
আর আইলে না!
তোমার আদরের পুতুলরেই একবার দেইখ্যা যাইয়ো।

জানো বাপজান তোমার পুতুল
এইবার মেট্টিক পাশ দিছে।
মেলা ভালা পাশ দিছে।
পুতুলের বাপে কইছে
পুতুলরে এইবার গঞ্জে পাঠাইবো
গঞ্জে থেইক্যা পড়ালেখা করাইরা ডাক্তার বানাইবো।

বাপজান কেমন আছ তুমি?
আমার কথা কি শুনছো না তুমি?
তোমার কি বুকের ব্যাথা ভালা হইনাই?
এহনো কি রাত বিরাত
কাশের জন্য জলিল কাকার বকা শুনো।
আর কয়েকটা দিন সহ্য করো বাপজান ।
তোমার পুতুলি তোমারে ভালা করবো।