একটা ভাঙা পেয়ালা
দুই ফুটা তৃষ্ণার জল।
নিয়মমাফিক বসে থাকি
সকাল দুপুর বিকেল।


তুমি হৃদয়ের দ্বন্দ্ব
বিষাদ সকালের আনন্দ।
তোমাকেই মনে পুষে
লিখি কবিতার ছন্দ।


জ্যোৎস্নার মতো রূপ তোমার
পাষাণ ভরা হিয়া।
দেহ পচে যায় আমার
দেখোনা একবার আসিয়া।


ভারহীন দেহ আমার
প্রাণহীন কিছু কথা।
তুমি আসবে না
তবুও গাঁথি রূপ কথা।