কালো মেঘের কান্নায়
বাদলের জলে বন্যায়!
পায়ের পাতার পানি
হাঁটু অবধি উঠে যায়।


আকাশের জমানো ম্লান
বাড়ি ফিরতেই রাত্রির স্নান!
ভিজে ভেসে গেলো
গায়ে থাকা শক্তির ঘ্রাণ।।


তুমি আষাঢ়ের ডাক
আশেকের মাঠে শেয়ালের হাঁক!
ভীতু আমি নির্বাক
এই বুঝি পিছু দিলো ডাক।