এক আবছা কালো ছায়া
গ্রাস করেছে চারিধারা!
জীবন হয়েছে বড় ঠোনকু
অহনির্শি কাটছে শুধু ভাবনায়!
চোখের বানে ভেসে যাচ্ছে
কতো ঘর কতো সংসার!
নড়ি ছেড়া ধন!!
রাত নিশীথে কুকুরগুলো
ঘেউঘেউ করে কান্নায় তুলে রোল!
রাত জাগা পাখিটাও আজকাল
বড্ড করে ডাকাডাকি!
ঘুমের ঘোরে দুঃস্বপ্নে আৎকে উঠি হঠাৎ!
চারদিকে শুধু দীর্ঘ শ্বাস
ভেঙে যাচ্ছে স্থায়ী বসবাস!
গজিয়ে উঠছে ঘাস
প্রানীগুলো খাদ্যবিনে চির নিদ্রায়!
নির্ঘুমেও কাটছেও আবার !
নিমের স্বাস্থ্যকর হাওয়াও লাগছে তেতো
বাদলায় না আর প্রাকৃতির ঋতু!
বেঁচে থাকার লড়ায়ে
আজ আমরা হয়েছি সবাই বন্দী ।