কিছু রঙিন অভিসারী বন্য প্রেম
কাজল চোখের আঙিনায় বসন্ত বিলাস।


দেখা পাওনি বুঝি?


না... আসলে এভাবে দেখা হইনি তোমায়।


দূরত্ব আসলেই গভীর নৈকট্য,
এটা বুঝতে দার্শনিক হতে হয় না।
ভালোবাসার হিসেব জ্যামিতিক উপপাদ্যের প্রভড দিয়ে হয়নি কখনো।
হতেই পারি আমি বন্য প্রেমিক, ভীষণ ভাবে তোমার
যদি তুমি ঐ বঙ্গ সাগরে ডুবে যাওয়া কমলা রঙের আলোকে একবার ক্ষনিকের জন্য আমার আচলে বেঁধে দাও।


'হ্যাঁ, দেবো' একটু সময় দাও...


সময় বড় ব্যভিচারী, ধরা দিতে দিতেও দেয়না।
অপেক্ষারা রবিচ্ছায়ায় মিছে করে আসা যাওয়া।
ছায়ানটের সাথেই আমার অনুক্ষণ, রক্তক্ষরণ।
সময় হলে চিনে নিও আমি সেই বন্য-প্রেম
হলুদ অভিসারী বন্য বসন্তের সুর সঙ্গম....
সুরেও থাকি বেসুরে ও থাকি।