একান্নটা শাড়ির সবি পাইবে
একান্ন যুগ অতিবাহিত হইবে।
অপ্রেমিক সকল সুপ্রিয় হইবে
প্রেমিক সকলকে বেকার ডাকিবে।


যুগের পর যুগ চলিবে
ভালোবাসাটা বিয়োগ করিবে।
অপ্রিয় সকল প্রিয় হইবে
নতুন্ত্বের নিয়োগ করিবে।


শাড়ি চুড়ির গায়ে সবি পড়িবে
নীল শাড়িতে নীলাদ্রি সাজিবে।
দূর থেকে আকাশর চাঁদ দেখিবে
পতির কাধেঁ মাথাও গুজিবে।


নীল আকাশে মেঘরাশি আসিবে
মেঘের দলের সংঘর্ষ হইবে।
টিনের চালে বাদল নাচিবে
তাই দেখিয়া তুমি সাজিবে।


সাজিতে তোমার সময় লাগিবে
ঠোঁটের নিচে তিল হাসিবে।
বয়স্ক প্রেমিক বিরক্ত হইবে
বেকার প্রেমিককে মনে করিবে।