আমি মেঘেদের দল
বাষ্পীয় কণায় আমার সৃষ্টি।
আমি আশাতেই সংঘর্ষ হয়
ঝড়ে পড়ি বোকারা নাম দেয় বৃষ্টি।


আমি বৃষ্টি নয়
আমি আমার বিধাতার সৃষ্টি।
ওরা নিমক হারাম
পাল্টে যায় বদলে ফেলে দৃষ্টি।


আমি পানি হই, বাষ্প হই
মেঘ হয়ে ভেসে বেড়াই।
আমাতেই সংঘর্ষ হই
আমারি রক্ত ঝরাই।


আমি হারিয়ে যায় ফিরে পায়
আশা নিয়ে থেকে যায়।
ওরা বাসা দেখায় আশা বাড়ায়
চোখের আড়ালেই ভুলে যায়।


আমি মেঘের দল
আমার অশ্রু নেই রক্ত টলটল।
ওরা বোকার বাক্স
রক্ত নেই আছে শুধু আঁখি ছলছল।