কবিতাঃ ঘরের সাথে আড়ি
লেখাঃ সাবিল।

তোমাকে দেখছি নূপুর পায়ে-
যাচ্ছো চলে হাই।
পথে পানে বসে এইযে ডাকছি-
ফেরার জো ও নাই।

হলুদ শাড়ি পরনে তোমার-
মাথায়  লম্বা কেশ।
মাঝ পথে যে পথ ভুলিলে-
যাইবে কোন বা কার দেশ?

সোনাকাতার কন্যা আমি
যাইবো বাপের বাড়ি।
ঘরের সাথে গোসসা করেছি
তাই হাঁটছি তাড়াতাড়ি।

কোন গেরামে ঘর পাতিছো-
কিসের জন্য আড়ি।
আমায় তুমি বলতে পারো
দেখি, কি-ই বা করতে পারি।

করতে আপনাকে কিছুই বলিনি
যাইবো বাপের বাড়ি।
বাপের কাছে নালিশ করিবো
কেন দিলো না শাড়ি?