তোমাকে পাবো না যেনেই
কবিতার মধ্যে তোমারে নিয়ে সংসার বেধেছি।
তোমার চাওয়া আমার কাছে নাই বলেই
সাহিত্যের কবিতায় তোমাকে রেখেছি।


তুমি যে আমার এক পেয়ালা তৃষ্ণার জল,
নিঃসঙ্গতার হল, ঘুমপাড়ানি গান।
তাইতো আমি ঘুম আসলে
হয়ে যাও অন্য আসমানের চাঁন।


কবিতার আকাশে মেঘরা ভাসে
মেঘরা কাঁদে বৃষ্টির নামে ক্ষরণ।
ঐ আকাশে পূর্ণিমার চাঁদে
জোনাকির স্রোতে ঘটে পূর্ণ মিলন।


তুমি কবিতার ছন্দ, কবিতার আনন্দ
উপন্যাসের সার্থক চরিত্রা।
সাহিত্যের দুনিয়ায় যাইবা তুমি
বাস্তবতায় নির্মম গণহত্যা।