আমি জানি, এভাবেই ক্ষয় হবে আয়ু,
অমাবস্যা রাতে শব্দচাষীরা ছূটে যাবে দিকবিদিক।
শূন্য হবে ঘর, এভাবে মাতাল কবিরা দাঁড়াবে রস্তার উপর।


রাস্তায় মানুষ আছে, রিকশা ওয়ালা পথচারী
সরলতম রাজপথ, ফেরীওয়ালার ডাকাডাকি
অপরাড়্রেণর হাতছানি, এভাবেই থেমে যাবে জীবন নদী।


কবির কবিতা পুড়ে,অরণ্যস্বরনী শুধু ছাইয়ে ভরে থাকে
পরাজিত পতাকার মতো যেন সেজদারত মুসল্লিরা।
তুমি দ্রুত যাও প্রশ্ন করো নিজের স্বাধীনতাকে
কবির কবিতা কেন পরাধীনতার অনলে পুড়ে?


অহংকারীর পতন আছে, রয়েছে মানুষের অভিশাপ।
আমি জানি, এভাবেই জন্ম নেবে অন্য কবির অন্য ভরশা
কবির মলিন ঝোলায় থাকবে স্যাঁতসেঁতে খসড়া পান্ডুলিপি।